হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপনের নানা কর্মসূচির উদ্বোধন করেন এমপি সৈয়দা লিপি 


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:৩০ অপরাহ্ন /
হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপনের নানা কর্মসূচির উদ্বোধন করেন এমপি সৈয়দা লিপি 

শাহজাহান সাজু (নিজস্ব) প্রতিবেদক:

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

সকালে উপজেলা কুড়িঘাট কেন্দ্রীয় স্মৃতিসৌধে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর বিজয় দিবসের নানা কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য।

উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, হোসেনপুর উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শিাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

বিজয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।