কিশোরগঞ্জের যশোদলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ১:৩৯ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জের যশোদলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাহান সাজু (নিজস্ব) প্রতিবেদক:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৫ ঘটিকা থেকে শুরু হয়ে রাত ৯ ঘটিকা পর্যন্ত চলা যশোদল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, এই যশোদলের মাটিতে আমার দাদার জন্ম, আমার বাবার জন্ম, আমরা চার ভাই ও দুই বোনের জন্ম।জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের সন্তান হিসাবে, বোন হিসাবে, আপনাদের মাঝে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে এমপি বানিয়ে পাঠিয়েছেন, আপনাদের সুখে-দুখে পাশে থাকতে, আপনাদেরকে কথা দিচ্ছি মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।তিনি আরো বলেন, বিএনপি নামক একটি দল আছে।যে দলের নেত্রী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে সাজাভোগ, আরেকজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশে পালিয়ে গেছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, হাওয়া ভবন হয়, সন্ত্রাস নৈরাজ্যসহ সারা দেশে বোমাবাজি হয়। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।পদ্মাসেতু, মেট্রোরেল, মডেল মসজিদ, রাস্তা-ঘাট ব্রিজ-কালভার্টসহ সকল পর্যায়ে উন্নয়ন হয়।এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে, তার হাতকে শক্তিশালী করতে হবে বলে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ধনু মিয়ার সভাপতিত্বে ও যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এবি সিদ্দিক,কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু,জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম,সদর উপজেলা যুবলীগ সভাপতি এড.ফারুক আহমেদ বাচ্চু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল গনি ঢালী লিমন প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন,যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ,ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ,সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীবৃন্দ।আলোচনা সভা শেষে ১৫ ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।