পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর থানা পুলিশের বাজার মনিটরিং


admin প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৩:১১ অপরাহ্ন /
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর থানা পুলিশের বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে হোসেনপুর থানা পুলিশের বাজার মনিটরিং। শনিবার (৩০ মার্চ) হোসেনপুর থানা এলাকার প্রতিটি মোদির দোকানে নিত্যপণ্যের দাম, মূল্য তালিকা সহনীয় করার লক্ষ্যে রমজান ও ঈদুল ফিতরে যাতে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে তারই ধারাবাহিকতায় হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, ইন্সপেক্টর তদন্ত মোঃ টুটুল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় অফিসার ফোর্সদের সহযোগিতায় বিভিন্ন ফলের দোকান, মাংসের দোকান, মুদি দোকান, মুরগীর দোকান, মাছের দোকান, শুটকি মাছের দোকান, সহ নিত্য পণ্যের দ্রব্যাদি বাজার মনিটরিং কাজে তদারকি করেন ওসি নাহিদ হাসান সুমন। এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতি ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাতে না পারে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে থানা পুলিশের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরও জানান এ ধরনের মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।