পাকুন্দিয়ায় গুরুদয়াল কলেজের শিক্ষার্থী হত্যা মামলার চার আসামি গ্রেফতার


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন /
পাকুন্দিয়ায় গুরুদয়াল কলেজের শিক্ষার্থী হত্যা মামলার চার আসামি গ্রেফতার

শাহজাহান সাজু (নিজস্ব) প্রতিবেদক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গুরুদয়াল কলেজের এক শিক্ষার্থী হত্যা মামলার চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে পাকুন্দিয়া থানাধীন পোড়াবাড়িয়া গ্রামস্থ পোড়াবাড়িয়া স্কুল সংলগ্ন মাঠে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরুদয়াল কলেজের তৃতীয় বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী শরীফ খান হত্যাকান্ডের শিকার হন। শুক্রবার (২৬ এপ্রিল) এ হত্যা মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত চার আসামিরা হলেন মো. রাজন মিয়া(৩০), পিতা রিপন চৌকিদার, সোহেল মিয়া(২৬), পিতা মৃত সাইদুল হক, মাহমুদুল হাসান রাজন (২৭), পিতা আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন শাহিন(২০), পিতা মৃত নুরুল হককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) নিহত শিক্ষার্থীর পিতা আবুল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এফআইআর (মামলা) নং-১৫, তারিখ ২৭ এপ্রিল, ২০২৪, জি আর মামলা নং-৬৪, তারিখ ২৭ এপ্রিল, ২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, চলমান বৈশাখী মেলার গানের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী শরীফ খান এর পিতা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলে উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় চার আসামিকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এবং দায়িত্বজ্ঞানহীনতার কারনে এই অপরাধ সংগঠিত হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।