বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আর নেই


admin প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৩, ৯:০৯ পূর্বাহ্ন /
বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল রোববার (২৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে তিনি ময়মনসিংহ শহরের নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।আজ সোমবার (২৮ আগস্ট) প্রথমে ঢাকায়, পরে ময়মনসিংহে মরহুমের জানাজা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।রোববার রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ বোধ করলে তাঁকে নেক্সাস হাসপাতালে নেওয়া হয়।রাত পৌনে ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।দিবাগত রাত ৩টার দিকে পরিবারের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম ফেরদৌস ঝিলু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।মৃত্যুর সময় মতিউর রহমানের বয়স হয়েছিল ৮১ বছর।তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনি রেখে গেছেন। অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, মরহুমের ছেলে ও মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সুশীল সমাজসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ।মতিউর রহমান ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।তাঁর পিতার নাম আবদুর রেজ্জাক এবং মায়ের নাম মেহেরুন্নেসা খাতুন।বর্তমান সরকারের মন্ত্রিসভায় ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি ঢাকা হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি ১৯৫৮ সালে আ.লীগে যোদ দেন।১৯৮৬ সাল থেকে ১৮ বছর ময়মনসিংহ জেলা আ.লীগের সভাপতি ছিলেন।১৯৮৬ ও ২০০৮ সালে ময়মনসিংহ সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনবার ময়মনসিং পৌরসভার মেয়র ছিলেন।২০২২ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ভারতের ঢালু যুবশিবিরের ইনচার্জ এবং ৭১ সালের ১০ ডিসেম্বর মিত্রবাহিনীর সঙ্গে তিনি মুক্ত ময়মনসিংহে প্রবেশ করেন। তিনি স্কুল কলেজ মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকর ছায়া নেমে এসেছে।