সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি


admin প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন /
সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি দাম সমন্বয় করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এতে করে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

নতুন দাম অনুসারে, লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সে হিসাব অনুযায়ী লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দাম সমন্বয় করে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

আগামী শুক্রবার (৮ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর হবে। আর এই নতুন দর চলতি মাসের জন্য কার্যকর হবে।