হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 


admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন /
হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপাস্টের পর কিশোরগঞ্জ-১ সদর হোসেনপুর আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, প্রধান অতিথি অতিথি হিসেবে ফিতা কেটে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন।

ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিনহাজ উদ্দিন কাজল।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মাহবুবুল হক, হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে।

রাবরের মতো এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে।

এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।