পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি সৈয়দা লিপি 


admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন /
পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি সৈয়দা লিপি 

শাহজাহান সাজু (নিজস্ব) প্রতিবেদক:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার (০২ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে তিনি বিদ্যালয়ের নবনির্মিত চতুর্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন।

ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম নুর মিয়া।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল-ইসলাম ইসলাম সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মাহবুবুল হক, হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পুমদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব হাসান, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক প্রমুখ।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।