কিশোরগঞ্জ-১ আসনে ফের নৌকার মাঝি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি 


admin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ৭:৩৮ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জ-১ আসনে ফের নৌকার মাঝি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি 

শাহজাহান সাজু,কিশোরগঞ্জ:

আসন্ন দ্বাদশ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চার নেতার অন্যতম, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও দলটির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক শুদ্ধ রাজনীতির প্রবাদ পুরুষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ৩০ নভেম্বরের মধ্যে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফের নৌকার মাঝি হয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেবেন।উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬ সাল থেকে টানা ৫টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন সৈয়দ আশরাফুল ইসলাম। ৩ জানুয়ারি ২০১৯ সালে সৈয়দ আশরাফের মৃত্যু হলে তার ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি পুনঃনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত

হন।